শিক্ষক - কলমে – শ্রী রাজীব দত্ত

 

sahityapuran

প্রতিটা দিন প্রতিটা সময়। একটা নতুন কিছু শেখায় । আর ছোট থেকে সুশিক্ষায় যারা আমাদের শিক্ষিত করে তোলে । অনেকের ভাষায়

যারা পয়সা নিয়ে শিক্ষা বিক্রি করে, তারা কিন্তু সেই পয়সার ওপর নির্ভরশীল তাদের সংসার তাদের জীবনযাত্রা অতিবাহিত করে সেই উপার্জনের অর্থের মাধ্যমে। তবে প্রতিনিয়তই তারা মানুষ তৈরীর কারিগর হিসেবে নিজেদের জীবন

উৎসর্গ করে চলেছে।

আমরা যারা এই লকডাউনে বসে বসে মাইনে পাচ্ছে বলে শিক্ষকদের প্রতি কুরুচিকর মন্তব্য করেছি তারাও কিন্তু আজ যে জায়গাটায় দাঁড়িয়ে আছি কোথাও না কোথাও সেই শিক্ষকের অবদান অপরিহায।

যাদের হাত ধরে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার এর মতন আজ সমাজের চোখে প্রতিষ্ঠিত, তাদেরও কিন্তু করে তুলেছে কোন এক শিক্ষক।

শিক্ষক আর শিক্ষা আমাদের পথচলার এক আলোর দিশারী, কেউ কেউ সেই আলোয় নিজেকে ভাসিয়ে দেয় আবার কেউ কেউ খুব অল্পতেই নিজেকে ডুবিয়ে দেয় অন্ধকারের গভীর সাগরে।

সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা সুশিক্ষিত হয়ে উঠতে পারি কিছু কাগজ-কলমের ডিগ্রিতে, আর কিছু সার্টিফিকেটে।

তবে একজন সঠিক শিক্ষক হাজার ছাত্রের মন মানসিকতা সঠিক পথের আয়ত্বে আনতে পারেন নিজের শিক্ষাদানের মাধ্যমে।

আর আজ এই দিনে সেই সমস্ত সকল শিক্ষককে জানাই প্রণাম সালাম ও শুভেচ্ছা। ভালো থাকুন আপনারা আর ভালো রাখুন আমাদের আগামী প্রজন্মের চিন্তা ধারা ভাবনা এবং উন্নতি সাধন হোক আপনাদের শিক্ষার মাধ্যমে এই সমাজের এই জীবনের।

#sahityashruti