বিদ্যুৎ শক

 

sahityapuran

বিদ্যুৎ শক খেলে কি করবেন ? মাউথ টু মাউথ CPR দিতে হয়। CPR কিভাবে দিতে হয় জেনে নিন।

প্রভাষক_একাব্বর_রসায়নবিজ্ঞান।


[ ‘The Kiss of Life’ নামে পরিচিত ছবিটি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার “Rocco Morabito”]

১৯৬৭ সালে জীবন বাঁচানোর প্রচেষ্টার এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার Rocco Morabito.
যা পরে ‘The Kiss of Life’ নামে পরিচিতি পায়।

Randall Champion নামের একজন লাইনম্যান হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন স্পর্শ করে জ্ঞান হারিয়ে ফেলেন।সেফটি হার্নেস থাকায় খুঁটিতে উল্টো হয়ে ঝুলতে থাকেন।
এসময় তার সহকর্মী J.D. Thompson তার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে টের পেয়ে প্যারামেডিকরা না আসা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা হিসেবে মাউথ টু মাউথ CPR দিতে থাকেন।থম্পসনের তড়িৎ সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বেঁচে যান।

কাজে যাওয়ার পথে আকস্মিক এই ঘটনার ছবি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার। চ্যাম্পিয়ন ২০০২ সালে মারা যান, থম্পসন এখনো বেঁচে আছেন।

বিদ্যুৎ শক খেলে কি করবেন ?

১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না। নইলে আপনিও বিপদে পড়ে যাবেন।

২। দ্রুত তাকে বালিশ ছাড়া, কাপড় চোপড় খুলে (যথা সম্ভব) মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।

৩। মূখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উলটে থাকলে মূখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মূখ খোলা অবস্থায় মূখে মূখ লাগিয়ে ফুঁ দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং, মাউথ টু মাউথ)। প্রতি মিনিটে আনুমানিক ২০ বার।

৪। একই সাথে বুকের ঠিক মাঝখানে একটু বায়ে (যেখানে হার্ট থাকে) হাতের তালুর গোড়ালি দিয়ে একটু ধাক্কা (ব্লো) দিন। এরপর ডান হাতের উপর বা হাত রেখে ১-২-৩-৪…. ১-২-৩-৪ এভাবে চাপ দিতে থাকুন। এটা মিনিটে ৭২ বারের মত করতে হয়।
অর্থাৎ ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে একটু বেশি।
৪ ও ৩ এর অনুপাত হবে ৪ঃ১। অর্থাৎ ৪ বার বুকে চাপ দিয়ে (Cardiac message) একটু গ্যাপ এবং সেই গ্যাপে ১বার ফুঁ দিতে হবে। ৩ ও ৪ কে একসাথে বলা হয় CPR (Cardiopulmonary resuscitation)।
এটি আরও অনেক ক্ষেত্রেই একটি জীবন রক্ষাকারী পদ্ধতি।

৫। ৩ ও ৪ পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস, হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়), শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ৩, ৪ রিপিট করুন।

৬। হাত, পা, শরীর হালকা মেসেজ করে দিতে পারেন।

৭। সব ঠিকঠাক হয়ে গেলে Hartsol saline 1000 ml ২৫/৩০ ফোটা প্রতি মিনিটে দিতে পারেন।ডাক্তারের পরামর্শ নেয়া উত্তম।
খেতে পারলে পানি, খাবার স্যালাইন, দুধ, ডাবের পানি এসব খেতে দিন।

৮। যেখানে বিদ্যুতের তার লেগেছে (Entry wound) এবং যেখানে মাটিতে পা লেগেছে (Exit wound) সেখানে কোন কাটা/ পোড়া আছে কিনা দেখে নিন। এছাড়াও অন্যান্য জায়গাতেও আঘাত লাগতে পারে। সেসব দেখে নিন। স্যাভলন দিয়ে ড্রেসিং করে দিন। অবশ্যই পরবর্তী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান।

#sahityashruti