বিদ্যুৎ শক
বিদ্যুৎ শক খেলে কি করবেন ? মাউথ টু মাউথ CPR দিতে হয়। CPR কিভাবে দিতে হয় জেনে নিন।
প্রভাষক_একাব্বর_রসায়নবিজ্ঞান।
[ ‘The Kiss of Life’ নামে পরিচিত ছবিটি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার “Rocco Morabito”]
কাজে যাওয়ার পথে আকস্মিক এই ঘটনার ছবি তুলে পুলিৎজার পুরস্কার পান ফটোগ্রাফার। চ্যাম্পিয়ন ২০০২ সালে মারা যান, থম্পসন এখনো বেঁচে আছেন।
বিদ্যুৎ শক খেলে কি করবেন ?
১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না। নইলে আপনিও বিপদে পড়ে যাবেন।
২। দ্রুত তাকে বালিশ ছাড়া, কাপড় চোপড় খুলে (যথা সম্ভব) মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।
৩। মূখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উলটে থাকলে মূখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মূখ খোলা অবস্থায় মূখে মূখ লাগিয়ে ফুঁ দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং, মাউথ টু মাউথ)। প্রতি মিনিটে আনুমানিক ২০ বার।
৫। ৩ ও ৪ পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস, হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়), শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ৩, ৪ রিপিট করুন।
৬। হাত, পা, শরীর হালকা মেসেজ করে দিতে পারেন।
৮। যেখানে বিদ্যুতের তার লেগেছে (Entry wound) এবং যেখানে মাটিতে পা লেগেছে (Exit wound) সেখানে কোন কাটা/ পোড়া আছে কিনা দেখে নিন। এছাড়াও অন্যান্য জায়গাতেও আঘাত লাগতে পারে। সেসব দেখে নিন। স্যাভলন দিয়ে ড্রেসিং করে দিন। অবশ্যই পরবর্তী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান।
#sahityashruti
Post a Comment